টেকনাফ ক্যাম্প র্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে । ইয়াবাসহ আটক দুই মাদক ব্যবসায়ী হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকার মোঃ হাসন মিয়ার ছেলে মোঃ সেলিম(৩২) ও একই এলাকার আব্দুল মোনাফের ছেলে আবছার(২৪)।
চট্রগ্রাম র্যাব-৭ সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান, পিপিএম সিনিয়র সহকারী পরিচালক মিডিয়ার উইং জানান, রবিবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ র্যাব-৭ ক্যাম্প ১'র ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন'র নেতৃত্বে র্যাবের একটি দল গোপন সংবাদে টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব সিকদার পাড়া এলাকার মো. সেলিম এর ফার্নিচারের দোকানে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ প্রসঙ্গে টেকনাফ র্যাব-৭ ক্যাম্প ১ এর ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন জানান, আটক সেলিম একজন মাদক ব্যবসায়ী। তিনি পূর্ব সিকদার পাড়া এলাকায় সেলিম ফার্নিচার নামক দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। অবশেষে র্যাব ১০ হাজার ইয়াবাসহ সেই দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তন্তরের প্রক্রিয়া চলছে। মাদক ঠেকাতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে, কোন মাদক কারবারিকে ছাড় দেওয়া হবেনা।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর