দিনাজপুরের খানসামা উপজেলার আওকরা মসজিদের সম্মুখ সড়কে বেপড়োয়া রডবাহী ট্রাংকলরী নিয়ন্ত্রণ হারিয়ে ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের একটি স্কুলভ্যানকে ধাক্কার ঘটনায় ৬জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৬টার দিকে পাকেরহাট-রাণীরবন্দর সড়কের আওকরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরিফুজ্জামানকে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও স্কুলভ্যানের ড্রাইভার আঃ সালামকে পাকেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও দ্বিতীয় শ্রেণির আরিফা, তৃতীয় শ্রেণির মুহিত ও ঐশি, চতুর্থ শ্রেণির আশা বিনতে আজিজকে পাকেরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেয় স্কুল কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম, লিটন, দিপু আতিকুর রহমানসহ কয়েকজন জানায়, স্কুলভ্যানটি ছাত্রছাত্রীদের নিয়ে রাণীরবন্দর অভিমুখে যাওয়ার সময় পাকেরহাট অভিমুখে রডবাহী ১২ চাকার ট্রাংকলরী বেপরোয়া ভাবে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অংশের সাথে স্কুল ভ্যানের ধাক্কা লাগে। এতে স্কুলভ্যানটি ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং ট্রাংকলরী গাছের সাথে ধাক্বা লেগে আটকে যায়।
খবর পেয়ে খানসামা থানার এসআই তপন কুমার ঘটনাস্থালে গিয়ে রডবাহী ট্রাংকলরীটি উদ্ধার করে আহতদের দ্রুত চিকিৎসা প্রদানের ব্যবস্থা করেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর