যশোরের শার্শার নাভারন কাজিরবেড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত আরিফ সেই গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
রবিবার রাতে এ ঘটনা ঘটে। এসময় বাড়ির মালিকের স্ত্রী ময়না খাতুন (৩১) দৌড়ে এসে একটি কাঠ দিয়ে আরিফকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি বলেন, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত ময়না খাতুন চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর