মাগুরায় বেঞ্চে বসা নিয়ে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছেন ছাত্রলীগের অপর এক নেতা। আহতরা হলেন হাজরাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. তিতাস (২৪) ও তার ভাই সেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন (২৫)।
রবিবার রাত ৮টার দিকে জামরুলতলা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পারনান্দয়ালী এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রথিকে আটক করেছে পুলিশ।
মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর