নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তল্লাশি চালিয়ে ৮ হাজার ৮শ' পিস ইয়াবাসহ তুহিন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এ তথ্য জানান।
আটককৃত তুহিন মানিকগঞ্জের সাটুরিয়া গাছবাড়ি এলাকায় লিয়াকত আলীর ছেলে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে রাত ১০টায় সাইনবোর্ড এলাকায় তল্লাশি করে তুহিনকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা পৃথক ৪৪টি প্যাকেট থেকে ৮ হাজার ৮শ' পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য হবে ২৬ লাখ টকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার