বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান। মানববন্ধন কর্মসুচীতে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার