আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারন সম্পাদক ফজল-এ-খোদা লিটন, যুগ্ম সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংবাদিক হেলাল আহমেদ, হারুন অর রিশদ খান হাসান, জেলা বাসদ সমন্ময়ক নব কুমার কর্মকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম প্রমুখ।
এ সময় বক্তাগন নারী সাংবাদিক নদী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মীরাসহ সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ