ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের রুপাপাত বামন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১৫ অক্টোবর পর্যন্ত সাময়িক বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভা শেষে সামিয়ক বহিষ্কারের কথা জানানো হয়।
আজ সোমবার সরেজমিনে বিদ্যালয় গিয়ে জানা যায়, ১-৭-০১৫ সাল হতে ১-৭-০১৮ সাল পর্যন্ত স্কুলের আয়ের ৬ লাখ ৮২ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যয় করার জন্য প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। বিষয়টি তদন্ত করার জন্য পরিচালনা পর্ষদের সদস্য মো. চান মিয়াকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন, মহিলা সদস্য পারভীন পারভেজ, শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক নারায়ন চন্দ্র দাস ও সহকারী শিক্ষক শীলা পারভীন।
প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া সহকারি প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস বলেন, স্কুলের আয়ের অর্থ ব্যাংকে জমা না দিয়ে ব্যয় করার জন্য পরিচালনা পর্ষদ প্রধান শিক্ষককে ১৫ অক্টোবর পর্যন্ত সাময়িক বহিস্কার করেছে বলে রেজুলেশনে উল্লেখ করা হয়েছে। সেখানে টাকার কোন পরিমাণ উল্লেখ করা হয়নি। তদন্ত কমিটি নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের প্রতিবেদন পেশ করবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
তদন্ত কমিটির আহবায়ক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. চাঁন মিয়া বলেন, দুই একদিনের ভিতরেই আমরা তদন্তের কাজ শুরু করব। ইতিপূর্বে প্রধান শিক্ষককে কোন কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি। সরাসরি সাময়িক বহিস্কার করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে, উদ্দেশ্যপ্রনোদিত হয়ে আমাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ প্রতিহিংসাবসত এ কাজ করেছেন।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান সোনা মিয়াকে মোবাইলে ফোন করা হলে তিনি স্কুল থেকে সব বিষয়ে জেনে নেওয়ার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার