বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিচারিক আদালত কারাগারে স্থানান্তরের প্রতিবাদ ও তা প্রত্যাহার এবং তাঁর সুচিকিৎসা ও মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১টায় শহরের নবাববাড়ী রোডে জেলা বিএনপির উদ্যোগে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পজলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, মাহবুবর রহমান বকুল, মীর শাহে আলম, এম আর ইসলাম স্বাধীন, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সিপার আল বখতিয়ার, নুরে আলম সিদ্দিকী রিগ্যান, অ্যাডভোকেট আতাউর রহমান মুক্তা, মাহমুদ শরীফ মিঠু, হাসানুজ্জামান পলাশ, আবু জাফর জেমস, মাজেদুর রহমান জুয়েল, ফারুকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার