বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ্যসহ অজ্ঞাতদের আসামি করে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার নন্দীগ্রাম থানার এসআই চান মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এই মামলার সকলেই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, গত রবিবার রাত ১০টায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় লক্ষ্য করে ও বাসস্ট্যান্ড এলাকায় ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এর মধ্যে কয়েকটি ককটেল নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে বিস্ফোরিত হয়।
বগুড়ার নন্দীগ্রাম থানার এসআই চান মিয়া জানান, ঘটনার রাতেই ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় ৩০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে বিস্ফোরণ দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামী লীগের অফিসের সামনে থেকে ৫টি ও বাসস্ট্যান্ড এলাকা থেকে আরও ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম