রাঙামাটি কাঁঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক কক্ষ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। সোমবার সকালে প্রতিষ্ঠানটির মাঠের এক পাশে অভিভাবকদের কক্ষ নির্মাণ করা হয়।
এসময় রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, রাঙামাটি কাঁঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের সাথে কথা বলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। তিনি বলেন, দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে এখন স্থান পেয়েছে। উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে। সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নয়নমুখি করে গড়ে তুলেছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে যে সব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো সরকারের নজরে রয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নয়নে বিশেষ প্রদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, সব অভিভাবকের দায়িত্ব তাদের সন্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার। শুধু বিদ্যালয় শিক্ষা লাভ করলে চলবে না। পারিবারিক শিক্ষারও প্রয়োজন রয়েছে শিক্ষার্থীদের। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে নিজ দায়িত্বে গুরুত্বপূর্ণ রাখার। এসময় অভিভাবক কক্ষের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র, ফ্যান ও পানির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
পরে রাঙামাটি জেলা প্রশাসক কাঁঠাল তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম