বগুড়ায় আটো রাইসমিলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জরিমানা দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালু থানা এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ টি আটো রাইসমিলের মোট ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
৪ এপিবিএন বগুড়ার সহযোগিতায় ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল আদালত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রায় ৫ ঘণ্টার অভিযানে দুপচাঁচিয়া থানার তালুরা বাজার এলাকায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে মহাবীর অটো রাইস মিল এর প্রোপাইটর শ্রী প্রদীপ কুমারকে (৩৫) ৩০ হাজার টাকা, গৌরব আটো রাইচ মিল এর প্রোপাইটর শ্রী সুভাসকে (৫০) ২০ হাজার টাকা, কাহালু বাজার এলাকায় মিতু বস্তাঘর এর মালিক মোঃ জিল্লুর রহমানকে (৩২) ৩ হাজার টাকা এবং বগুড়া সদর থানার কচুয়া বাজার এলাকায় অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অপরাধে ভাই ভাই হোটেল এর মালিক মোঃ তোফাজ্জলকে (৩৫) ৮ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়।
বগুড়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল জানান, পাটের বস্তা ব্যবহার না করে তারা প্লাস্টিকের বস্তায় চাল ভরছিল। প্রত্যেকেই জরিমানা প্রদান করেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান