বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। আজ সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্বে কার্যালয়ের সামনে বৃষ্টিতে ভিজে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আবু নূর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তরা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা কার হোক। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার