কক্সবাজারে নিখোঁজ সেই ৪ ছাত্রকে রাঙামাটিতে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে শহরের রির্জাভ বাজারের একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের নাম সাইয়েদ নকীব, শাহরিয়ার কামাল সাকিব, শাফিন নূর ইসলাম ও এইচ এ গালিব উদ্দিন। তারা সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে বিদ্যালয়ে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয় কক্সবাজার পৌর শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসার উপাধ্যক্ষ মৌলভী জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম এবং বাজারঘাটা এলাকার অ্যাড. আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন।
এরপর থেকে তাদের আর কোন সন্দান পাওয়া যায়নি।
এ বিষয়ে কক্সবাজার শহরে মাইকিং করা হয়। পরিবার ও স্কুল কর্তৃপক্ষ ৪ শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজের কথা উল্লেখ করে সোমবার সকালে থানায় জিডিও করে চার শিক্ষার্থীর অভিভাবক। এ খবর প্রতিটি থানায় ছড়িয়ে দেওয়া হয়।
রাঙামাটি কতোয়ালী থানার কর্মকর্তা এস আই মো. শাহ্জালাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির রিজার্ব বাজার এলাকায় একটি আবাসিক হোটেল কক্সবাজারের নিখোঁজ চার ছাত্র অবস্থান করছে বলে নিশ্চিত হবার পরেই পরে পুলিশের একটি বিশেষ দল সেই হোটেলে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। সংখ্যায় তারা চারজন হলেও সাকিব নামে এক ছাত্রের নামে রুম বুকিং করা হয়।
এব্যাপারে রাঙামাটি কতোয়ালী থানার কর্মকর্তা ওসি সত্যজিৎ বড়ুয়া জানান, শিক্ষার্থীরা জানিয়েছে তারা নিজের ইচ্ছায় পরিবারের কাউকে না জানিয়ে রাঙামাটিতে বেড়াতে এসেছে। তাদের সঙ্গে ফুটবলসহ খেলার নানা সরঞ্জাম ছিল। রাঙামাটি সদর থানা পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করেছে। তারা ভাল আছেন। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্দারকৃত ছাত্রদের হস্তান্তর করা হবে।
উদ্ধারকৃত সাইয়েদ নকীবের বাবা মৌলভী জহির আহমদ বলেন, নকীব প্রাইভেটের টাকা বলে ৬০০ টাকাও নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে বিদ্যালয়ে যায়নি। তার খোঁজ না পেয়ে তার বন্ধুদের বাড়িতে খবর নিয়ে জানতে পারি তার বন্ধুরাও স্কুলে যায়নি এবং রহস্যজনকভাবে তারা নিখোঁজ রয়েছে। এ নিয়ে মনে শঙ্কা দেখা দেয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করে এলাকায় মাইকিং পর্যন্ত করা হয়। কিন্তু কোথাও সন্ধ্যান পাওয়া না গেলেও একদিন পর রাঙামাটিতে পাওয়া যায়। তাও আবার পুলিশ খুঁজে বের করেছে তাদের।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর