কক্সবাজারের টেকনাফে বাসের সিটের নীচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বর্ডার গার্ড-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির সুবেদার মোঃ আব্দুল জলিল শেখ এর নেতৃত্বে একটি বিশেষ টহল হোয়াইক্যং চেকপোষ্টে যানবাহন তল্লাশি কাজে নিয়োজিত ছিল।টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল মিনিবাস রেজিঃ নং (চট্টমেট্রো-ব -১১-১১৩১) বাসটি চেকপোস্টে পৌঁছালে সিগন্যাল দিয়ে থামায়।পরে বাসটি তল্লাশি করে যাত্রীবিহীন সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিন মুড়ানো একটি প্যাকেট দেখতে পাই। প্যাকেটটি খুলে গণনা করে ৩০ লাখ টাকার মূল্যমানের ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান