বাগেরহাটের মোরেলগঞ্জে ৭২৫ পিস ইয়াবা ও একটি দেশী তৈরী শার্টার গানসহ এক যুবক আটক হয়েছেন। সোমবার ভোররাতে বাগেরহাট জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মধুরকাঠি গ্রামের মৃত আলমগীর হাওলাদারের ছেলে মহসিন হোসেন(৩৫) কে আটক করেন।
জেলা ডিবি পুলিশের ওসি শেখ মাইনুল ইসলাম সোমবার সন্ধা ৭টায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মহসিন হাওলাদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন। এসময় তার ঘর থেকে ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি শার্টারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মহসিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যার অভিযোগে মোরেলগঞ্জ থানায় একাধীক মামলা রয়েছে বলেও ডিবি পুলিশের এ কর্মকর্তা জানান।
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর