তিন ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখা। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বর এ কর্মসূচি পালিত হয়।
এসময় বাংলাদেশ বে-সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি বাসন্তী রাণী ও সাধারন সম্পাদক জ্যোতিস চন্দ্র বর্মন বলেন, আমরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও আমাদের প্রতিষ্ঠানকে এখনো জাতীয়করণের আওতায় আনা হয়নি। আমরা আশা করবো, প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেবেন। অন্যথায় আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এর আগে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠ থেকে একটি মৌন মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে মানববন্ধনে যোগ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার