বরিশালে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত বধ্যভূমি সংরক্ষণ ও পবিত্রতা রক্ষার দাবিতে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন সংলগ্ন জেলা প্রশাসনের জমি সিটি করপোরেশন লিজ দিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের প্রতিবাদে এবং ওই স্থাপনা অপসারণের দাবিতে সমাবেশ করে মুক্তিযোদ্ধারা। জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বধ্যভূমির বটতলায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষসহ অন্যান্যা। সমাবেশে সৈয়দ দুলাল অবৈধভাবে সিটি করপোরেশন থেকে জেলা প্রশাসনের জমি লিজপ্রাপ্ত ৬ ব্যক্তির তালিকা প্রকাশ করেন।
বক্তারা বধ্যভূমি সংরক্ষণসহ এর পবিত্রতা রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। অনতিবিলম্বে প্রশাসন ওই স্থাপনা অপসারণ না করলে মুক্তিযোদ্ধারা আইন হাতে তুলে নিয়ে ওই বাণিজ্যিক স্থাপনা ভেঙে ফেলার হুঁশিয়ারি দেন সমাবেশের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ কুতুবউদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার