জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা-তারেক রহমানকে বাঁচাতে ড. কামালের ঐক্যফ্রন্ট। ড. কামালের হাত ধরে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট করে দেশে অশান্তি করতে চায়। ঐক্যফ্রন্টের ঘরে বিএনপি-জামায়াত ঢুকে পড়েছে।
আজ বিকেলে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে উপজেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মানুষ হত্যার রাজনীতি করে ক্ষমতায় আসা যায় না। তারেক রহমান হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না এদেশের জনগণ। বিএনপির তারেক রহমান চার দলীয় জোট সরকারের সময় নীরহ মানুষদের হত্যা করেছে। জামায়াত-রাজাকারদের কাছে খালেদা জিয়া জিম্মি। একারণে তারা এদেশটাকে সন্ত্রাস-জঙ্গিবাদ বানাতে চায়। সন্ত্রাস জঙ্গিবাদদের রুখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাদের চৌধুরী। বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি একেএম রেজাউল করিম তানসেন এমপি। সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম, দপ্তর সম্পাদক ফেরদৌস আলী, কেন্দ্রীয় জাসদের যুগ্ম-সম্পাদক রোকুনুজ্জামান রুকন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, গণসংযোগ সম্পাদক সফিকুল কবির স্বপন, সদস্য এবিএম জাকিরুল হক টিটন, এ্যাড: এমদাদুল হক এমদাদ, জেলা জাসদের সহ-সভাপতি ইকবাল হোসেন রতন, কাহালু উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার