কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়নের কেরুনতলী জেলেঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার মূল্যমানের ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। আজ রবিবার দুপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে কেরুনতলী এলাকায় উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ডের সমন্বয়ে অভিযান পরিচালনা করে ৬৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দকৃৃত জালের বাজার মূল্যে ২০ লাখ টাকা। এসময় কোন বোট পাওয়া যায়নি।পরে জব্দকৃত জালগুলো টেকনাফ কোস্টগার্ড কার্যালয়ে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘গত এক মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক লাখ ১১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যহৃত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার