সারা দেশের ন্যায় দিনাজপুরেও ৪৮ ঘন্টার কর্মবিরতি শুরু করেছে মোটর পরিবহন শ্রমিকরা। কর্মবিরতির ফলে আজ রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা দিনাজপুরের সকল রুটে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি’র বরাত দিয়ে শনিবার দিনাজপুর শহরসহ আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে।
মাইকিংয়ে রবিবার সকাল ৬টা থেকে পরবর্তি ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করার জন্য পরিবহন শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।
রবিবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা হিলি স্থলবন্দরের চারমাথা মোড়, সিপিরোডসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে সড়কে পিকেটিং করে। কর্মবিরতির প্রভাব পড়ে হিলিতে। হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। বিশেষ করে যারা ভারত থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তারা রোগীকে নিয়ে চরম বিপাকে। হিলি থেকে দূরপাল্লার গাড়ি না থাকায় এ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। তবে কেউ কেউ ট্রেনযোগে বা ছোট ছোট যানবাহনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়াও বিভিন্ন স্থানে পণ্যবাহী ট্রাক আটকা পড়ে রয়েছে। তবে হিলি স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে সকাল ১১টার দিকে বিরামপুর উপজেলা থেকে চট্টগ্রামের সীতাকুন্ডে তীর্থযাত্রার জন্য রওয়ানা হওয়া হিন্দু ধর্মাবলম্বীদের একটি বাস হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে পৌঁছালে বাস ভাঙচুর করা হয়। এতে বাসের গ্লাস ভেঙে যায় এবং যাত্রীর হাত কেটে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাস ও তীর্থযাত্রীদের উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। এর সত্যতা হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
আজ রবিবার দিনাজপুর থেকে দূরপাল্লাসহ আভ্যন্তরীণ কোন রুটেই গাড়ি গাড়ি চলাচল করেনি। সকালে শহরের সুইহারী মোড় এলাকায় মাইক্রো চলাচলেও বাধা দেয় শ্রমিকরা। আটকে এক চালককে পোড়া মবিল মুখে মাখিয়ে দেয়। ফলে মাইক্রোবাস চলাচলও কমে যায়।
মটর পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রথম দিনেই চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ ব্যবসায়ীরা। বাধ্য হয়ে মানুষ বাড়তি ভাড়া দিয়ে অটোরিকশা, রিকশা, পাগলু, মোটরসাইকেলে চলাচল করছেন। দিনাজপুর শহরের সুইহারী এবং নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড থেকে কিছু অটোরিক্সা বিভিন্ন উপজেলায় চলাচল করলেও ভাড়া তিনগুন পর্যন্ত দাবি করছে। উপায় না পেয়ে অনেক যাত্রী ভোগান্তির মাঝে মেনে নিতেও দেখা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার