নিখোঁজের দুইদিন পরে নাটোরের সিংড়া উপজেলার কুমগ্রাম ব্রিজ এলাকা থেকে জুয়েল সরকার (৮) নামে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে । আজ রবিবার সন্ধ্যায় উদ্ধারকৃত শিশু ইটালী ইউনিয়নের কুমগ্রাম ব্রিজ এলাকার মুক্তার সরকারের ছেলে ও স্থানীয় কুমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ এ এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় কুমগ্রাম বাজার থেকে হঠাৎ নিখোঁজ হয় স্কুলছাত্র জুয়েল। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে শনিবার সকালে সিংড়া থানায় একটি জিডি করে নিহতের পিতা মুক্তার সরকার।
আজ রবিবার সন্ধ্যায় এলাকাবাসী ব্রিজের নিচে জুয়েলের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে সেটা উদঘাটনে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার