নওগাঁর নিয়ামাতপুর উপজেলার ঘড়িবাড়ি বাজারের নৈশপ্রহরী আনছারুল ইসলামকে (৫২) খুন করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার ভোর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘড়িবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আনছারুল উপজেলার সাদাপুর গ্রামের মৃত: ঝরু মন্ডলের ছেলে।
নিয়ামাতপুর থানার ওসি তোরিকুল ইসলাম জানান, ঘড়িবাড়ি বাজারে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীর চাকুরি করত সে। প্রতিদিনের মতো রবিবার রাতে বাজারে নৈশপ্রহরীর দায়িত্ব পালের জন্য বাড়ি থেকে বাজারে আছে। এরপর সকালে এলাকাবাসী তার লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে নিহতদের পরিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা