নোয়াখালীতে পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও দূরপাল্লার ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অফিস আদালত, ব্যাংক, বীমাসহ গুরুত্বপূর্ন অফিস খোলা থাকলেও উপস্থিতি কম দেখা গেছে।
জেলা শহর থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় এতে বিপাকে পড়েছেন সাধারণ লোকজন। অভ্যন্তরীণ সড়কগুলোতে রিকশার পাশাপাশি সীমিত আকারে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার জানান, রাস্তা-ঘাটে জনগণ হয়রানির শিকার হচ্ছে অফিস আদালতে নিদিষ্ট সময়ে উপস্থিত হতে বিলম্ব হচ্ছে। তবুও মানুষ অফিস করছে।
বিডি প্রতিদিন/ফারজানা