বরিশালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লীগের বরিশাল ও খুলনা বিভাগের মধ্যাকার ৪দিনের ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভিজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এ কারণে টসও হয়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি সামিউর রহমান সায়েম।
তিনি বলেন, বরিশাল স্টেডিয়ামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাত্র ১৫ থেকে ৩০ মিনিট বৃষ্টি হলে ওই দিন এই মাঠে খেলা সম্ভব নয়। এছাড়া মেঘলা আবহাওয়ার কারণে মাঠে আলোর স্বল্পতাও রয়েছে। সকাল থেকেই বৃষ্টির কারণে পুরো পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।
৯ বছর পর গত ১৫ অক্টোবর বরিশাল স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যকার খেলা শুরু হওয়ার কথা থাকলে মাঠ ভিজা থাকায় প্রথম দুই দিন পরিত্যক্ত হয়। তবে শেষের দুই দিনে মাঠে বল ব্যাটের লড়াইয়ে ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।
বিডি প্রতিদিন/ফারজানা