মিথ্যা হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে বরিশালের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি।
বরিশাল জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন, সহসভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ সোমবার সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাকিবের কাছে স্মারকলিপি জমা দেন।
জেলা বিএনপি সভাপতি ও সম্পাদক সাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, অতি সম্প্রতি বরিশালের বাবুগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ সহ প্রতিটি থানায় বিএনপি নেতাকর্মীদের কয়েক জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করে মিথ্যা মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখিত ঘটনার সময় ও স্থানে ওই ধরনের কোন ঘটনা ঘটেনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নেতাকর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে এই সকল মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনের সময় এইসব মামলায় অজ্ঞাতনামা আসামিদের স্থলে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হবে বলে স্মারকলিপিতে আশংকা করা হয়। নির্বাচনের সময় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করলে গণতন্ত্রের অগ্রযাতা ব্যহত হবে উল্লেখ করে অভিযোগ তদন্ত করে মামলাগুলো জরুরী ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদনসহ প্রত্যাহারের দাবী জানানো হয় স্মারকলিপিতে।
এদিকে বিএনপি’র অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে জেলা পুলিশ কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন