ঝিনাইদহে পরিবহন ধর্মঘটের নামে চলছে সড়ক অবরোধ। সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড, টার্মিনাল, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, হামদহসহ বিভিন্ন স্থানে অবস্থান করছে শ্রমিকরা। বন্ধ রয়েছে জেলা থেকে স্থানীয় ও দুরপাল্লার সকল যানচলাচল।
শ্রমিকরা রাস্তায় অবস্থান করে বন্ধ করে দিয়েছে ইজিবাইক এমনকি ব্যাটারি চালিত ভ্যান। মারধর করা হচ্ছে ইজিবাইক চালকদের আর হাওয়া ছেড়ে দিচ্ছে ভ্যানের। এতে চরম ভোগান্তীতে পড়েছে সাধারণ মানুষ। যানবাহন না পেয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন