নাটোর পৌর যুবলীগের কর্মী মাসুদ রানা মাসুম (৩৮) দুই সপ্তাহ ধরে নিখোঁজ। মাসুম শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মৃত কোব্বাত আলীর পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর ছোট ভাই। সে নাটোর পৌর আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী।
পারিবারিক সূত্রে জানা গেছে , মাসুম গত ১৬ অক্টোবর সকালে ব্যবসায়িক কাজে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের পন্ডিতগ্রামে যায়। তারপর থেকে সে নিখোঁজ। এ ঘটনায় গত ২৪ অক্টোবর নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং-১৩৫২।
নিখোঁজ যুবলীগ কর্মী মাসুমের স্ত্রী মৌসুমী আকতার জানান, স্বামীর সন্ধান না পেয়ে দুটি শিশু সন্তান নিয়ে তিনি দুই চোখে অন্ধকার দেখছেন। স্বামীকে উদ্ধারে তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।
নাটোর পৌর যুবলীগের সভাপতি এ্যাডভোকেট সায়েম হোসেন উজ্জ্বল অনতিবিলম্বে যুবলীগ কর্মী মাসুমকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা