নাশকতার অভিযোগে নাটোর জেলা যুবদলের সাবেক আহ্বায়ক বাবুল চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার রাতে এশার নামাজ শেষে নিজ বাসা চেীধুরী বাড়িতে ফেরার পথে শহরের চাউলপট্রি এলাকা থেকে সাদা পোশাকে একদল পুলিশ তাকে তুলে নিয়ে যায়।
সোমবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। নাটোর ডিবি পুলিশের ওসি সৈকত হাসান বাবুল চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বাবুল চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সাধারণ সম্পাদক আমিনুল হক। তারা অবিলম্বে বাবুল চৌধুরীর মুক্তির দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা