পারিবারিক কলহের জেরে পটুয়াখালীর বাউফলে মাদকাসক্ত নাতির ইটের আঘাতে নানি মোসা. সাফিয়া বেগম (৬৫) খুন হয়েছেন। রবিবার রাতে বাউফল পৌরসভায় ৩নং ওয়ার্ডের নিজ বসতঘরে নাতি মেহেদী হাসান মান্না’র সাথে কাথাকাটাকাটির এক পার্যয়ে ইট দিয়ে নানিকে পিটিয়ে মাথার খুলি ফাটিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ সময় নানির কানে থাকা দু'টি দুল নিয়ে বিক্রি করে মান্না। এ ঘটনার পর মান্নাকে গ্রেফতার করে পুলিশ। কানের দুল ও এক হাজার টাকা উদ্ধার করে পুলিশ। নিহত সাফিয়ার মেয়ে মোসা. মনি বেগমের ছেলে মান্না (১৮)।
পুলিশ জানায়, বাউফল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা মৃত মো. হানিফ মোল্লার স্ত্রী মোসা. সাফিয়া বেগম। পারিবারিক কলহের জেরে মামাতো ভাই আমিনুল মারধর করে মান্নাকে। পরে নানিকে হুমকি দিয়ে মান্না বলে আমিনুলকে সাবধান হতে বলেন নইলে আমি ওকে মেরে ফেলব। নানি সাফিয়া এর প্রতিবাদ করে মান্নাকে মামলার ভয় দেখায়।
কথাকাটাকাটির এক পর্যায়ে নানিকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করে নাতি মান্না। এলাকাবাসীর খবরে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পটুয়াখালীর পুলিশ সুপার মইনুল ইসলাম আজ সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে জানান, নিহত সাফিয়ার মেয়ের ঘরের নাতি মেহেদী হাসান মান্না মাদকাসক্ত। মামাতো ভাইয়ের ছেলের সাথে বিরোধের এক পর্যায়ে এ ঘটনা ঘটায় গ্রেফতারকৃত মান্না। মামলা দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার