শরীয়তপুরের সদর উপজেলার প্রেমতলা এলাকায় রোলার চাপায় তাজু সরদার নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজু শরীয়তপুর শহর থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে প্রেমতলা ব্রিজের ঢাল থেকে উঠতে ছিলেন। তখন গাড়ির সামনে ছিল সরকারি একটি রোলার মেশিন ওই ব্রিজের ঢাল দিয়ে উঠাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে দিকে নামতে থাকে। তখন পিছনে থাকা তাজুর অটোরিকশার ওপর চাপা দিয়ে রোলারের নিচে পড়ে ঘটনাস্থলে তাজুর মৃত্যু হয়। পরে স্থানীয়রা শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তাজু সরদার নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের নলিকান্দি গ্রামের আবুল সরদারের ছেলে।তিনি দীর্ঘদিন যাবত অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন। এর আগে সকালে নড়িয়া উপজেলায় ঘরিষার গ্রামে আটোবাইক উল্টে জয়নাল আবেদিন নামে এক প্রবাসী নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার