ভৈরবে ট্রেন থেকে ফেনসিডিল ও বিপুল অর্থসহ আটক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে দুইদিনের রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার কিশোরগঞ্জ কারাগার থেকে সোহেল রানাকে আদালতে হাজির করে মাদক মামলায় ৭দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে কিশোরগঞ্জ আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আটক সোহেল রানা ময়মনসিংহের ধুবাউড়ার জিন্নাত আলী বিশ্বাসের ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানার বর্তমান ঠিকানা ময়মনসিংহ শহরের ১১৯ আর কে মিশন রোডে।
প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জেলার সোহেল রানাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। ওই সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক এবং স্ত্রী, শ্যালক ও তার নিজের নামে দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৮/মাহবুব