জিয়া চ্যারিটেবল মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড দেওয়ার প্রতিবাদে বরিশাল নগরীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষিত হওয়ার পরপরই নগরীর বটতলা হালিমা খাতুন স্কুল এলাকায় থেকে আকস্মিক মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মিছিলটি গোড়াচাঁদ রোড হয়ে সাহেবের গোরস্থান এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি জে.এম আমিনুল ইসলাম লিপন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, সাংগঠনিক সম্পাদক জাবের আবদুল্লাহ সাদী, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া মামুনসহ অন্যান্যরা মিছিলে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার