২২ দিন বিরতির পর পুরোদমে ইলিশ আহরণে নেমে পড়েছে ফরিদপুরের চরভদ্রাসনের জেলেরা। প্রচুর ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে। সস্তায় ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।
মঙ্গলবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে এমনই দৃশ্য দেখা যায়। সব বিক্রেতার মাছের ডালা ইলিশ দিয়ে সাজানো।
আড়তদার রফিক বলেন, গতকাল মাছের আমদনি ছিল কম, দামও বেশি। তবে আজ দৃশ্য পাল্টেছে। প্রচুর মাছ এসেছে। ক্রেতারা কম দামে ইলিশ কিনতে পারছে।
মাছ বিক্রি করতে আসা নয়ন সরকার বলেন, ভাবছিলাম বন্ধের পর আর মাছ পাওয়া যাবো না। কিন্তু আইজ অনেক মাছ ধরা পড়ছে। দামও পাইছি ভাল।
ইলিশ কিনতে আসা আরেক ক্রেতা বলেন, ৪ হাজার ৪০০ টাকা দিয়ে ১২টি মাছ কিনেছি। এসব মাছের প্রতিটির ৭ হতে ৮০০ গ্রাম ওজন হবে। অন্য সময় হলে ১০ হাজার টাকায়ও পেতাম না। তবে অধিকাশং মাছই ডিমওয়ালা মা ইলিশ।
স্থানীয়দের মতে, ভবিষ্যতে মা ইলিশ রক্ষার অভিযান আরও কিছু দিন বৃদ্ধি করা প্রয়োজন।
বিডি প্রতিদিন/ফারজানা