বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দন্ডাদেশের প্রতিবাদে নোয়াখালীতে আজ সকালে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভ মিছিলটি নোয়াখালী জেলা শহরের পৌরবাজারের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্বনাথ মোড়ে পর্যন্ত গেলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিছিলে জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, যুবদল নেতা নুরুল আমিন খান, জিএস হারুন, ছাত্রদল নেতা হারুনুর রশিদ ভূইয়া, বিএনপি নেতা জাহাঙ্গির হোসেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার