ঠাকুরাগাঁওয়ে পুলিশ পাহারায় জেলা বিএনপি অফিসের ভিতরে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপি অফিসে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আল মামুন, আবু হায়াত নুরনবী, জেলা যুব দলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ্ আবু নুর প্রমুখ।
গত ২৯ অক্টোবর বেগম খালেদা জিয়ার রায়ের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার