সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে শহরের ইবি রোডে এঘটনা ঘটে। হামলা-ভাঙচুরের জন্য বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করলেও আওয়ামী লীগের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
তবে পুলিশ ও স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের সামনে দিয়ে মিছিল নিয় যাবার সময় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বিএনপির কোন নেতাকর্মী অফিসে ছিল না।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত মুন্না জানান, আদালতের রায়ে খালেদা জিয়ার সাজা হওয়া সোমবার সন্ধ্যায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেনর বাড়িতে পেট্টোল বোমা হামলা করে। ওই ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। মিছিলে আমিও ছিলাম। দলের কোন নেতাকর্মী কোন হামলা করেনি। বিএনপি মিথ্যা অভিযেগা করছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, আওয়ামী লীগের মিছিলের পিছনের অংশের নেতাকর্মীরা বিএনপি অফিসে ইটপাটকেল নিক্ষেপ-ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার