নোয়াখালীতে পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদের মিছিল করে বিএনপি। অন্যদিকে সন্ত্রাস বিরোধী মিছিল করে আওয়ামী লীগ।
মঙ্গলবার সকাল ১১টার দিকে শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু ও উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীনসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে সন্ত্রাসবিরোধী মিছিল বের করে। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ৭টার দিকে জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসির নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাইজদী পৌর বাজারের সামনে থেকে শহরে মিছিল বের করে। বিশ্বনাথ মোড় পর্যন্ত যাওয়ার পর পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা