বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পরপর দু'টি মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শহরে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি কিছু দূর অগ্রসর হলে বাধা দেয় পুলিশ।বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত পথসভা করেন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট ফজলুল হক আছপিয়া এবং জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, আব্দুল লতিফ জেপি, সদর উপজেলা বিএনপির সভাপতি আকবর আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি আতম মিসবাহ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানুনুর রশিদ কয়েছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার