মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহালসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন কর্মসূচিতে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের আহবায়ক মোজাম্মেল হক মিলন, মুক্তিযোদ্ধা মিয়া মো. শহজাহান, মুক্তিযোদ্ধা মমজাতাজুল করিম বাচ্ছু, ওমর ফারুক হাজারী, নুরুল আমিন বাবুল ও মুক্তিযোদ্ধা সন্তান ভিপি সুমন বক্তব্য রাখেন।
বক্তারা সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা ৩০ ভাগ বহালসহ ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পরে জেলা প্রশাসক তন্ময় দাশের নিকট প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
বিডি প্রতিদিন/ফারজানা