নাশকতার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে উপজেলার মুকন্দগাঁতী বাজার ও সমেশপুর বিদ্যালয় মাঠে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বনি আমিন এবং রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফ।
বেলকুচি থানার অফিসার ইনজার্চ মো. আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতার নেতাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন