কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাতিজার হাতে শহীদ উল্লাহ (৫১) নামে এক ব্যক্তি খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে নিকলী উপজেলার দক্ষিণ ধারিশ্বর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে শহীদ উল্লাহর সাথে তার সৎ ভাই আউশ আলীর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এর জের ধরে আজ সকালে আউশ আলীর ছেলে জিয়া রহমান শহীদ উল্লাহর ওপর হামলা চালায়। লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে শহীদ উল্লাহ লুটিয়ে পড়েন।
পরিবারের লোকজন তাকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার