ময়মনসিংহের ফুলপুরে দুই হিরোইন ব্যবসায়ী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৪ আসামিসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে তাদের আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার চৌকস অফিসার ইন-চার্জ মুহাম্মদ বদরুল আলম খানের নেতৃত্বে সাঁড়াশি অভিযান চালিয়ে পৌরসভার চরকাজিয়াকান্দা গ্রাম থেকে ১ গ্রাম হিরোইনসহ সাইদুল ড্রাইভারের স্ত্রী জেসমিন আক্তার (২৮) ও গ্রীণ রোড থেকে ২.৪ গ্রাম হিরোইনসহ শামীম মিয়া (৩০) কে আটক করা হয়। শামীম সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার ধোপাগুছিনা গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে।
এছাড়া ওই রাতেই আরেক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, উপজেলার ছনধরা ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত আক্তার আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২), একই এলাকার এন্তাজ আলীর ছেলে জাফর আলী (২৫) ও নাসির উদ্দিন (২০) এবং রহিমগঞ্জ ইউনিয়নের কালসাইদকোণা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল মামুন (২২)।
এ ব্যাপারে জানতে চাইলে ওসি মুহাম্মদ বদরুল আলম খান বাংলাদেশ প্রতিদিনকে জানান, মাদক তো জাতি বিধ্বংসী অপরাধ। এর কোন ছাড় নাই।আসামিদের সকালে তাদের ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার