বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বেলা ৯টার দিকে খুলনার সাচিবুনিয়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার সময় তিনি মোটরসাইকেলে করে তার বর্তমান কর্মস্থল দাকোপ যাচ্ছিলেন।
বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দার এ খবর নিশ্চিত করেছেন।
মাসুম বিল্লাহ ২০১৩ সালের ২৪ মার্চ থেকে ২০১৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত মোরেলগঞ্জে কর্মরত ছিলেন। তার মৃত্যু সংবাদে মোরেলগঞ্জের শিক্ষকমহলে শোকের ছায়া নেমেছে।
মাসুম বিল্লাহ স্ত্রী, দুই মেয়ে ও ৬মাস বয়সী একটি ছেলে সন্তান রেখে গেছেন। তার বাড়ি পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। তার বয়স হয়েছিল ৪২ বছর।
বিডি প্রতিদিন/এ মজুমদার