নড়াইলের কালিয়ায় আঙ্গুরী বেগম (৫০) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে খুন হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামের নিজ বাড়িতে অজ্ঞাত নামা খুনিরা তাকে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা নিহতের পুত্রবধূ তানজিলা বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও হত্যাকাণ্ডের কোনো কূল-কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না।
নিহতের স্বামী সবুর খান জানান, সকাল সাড়ে ৭টার দিকে তিনি পণ্যদ্রব্য ক্রয় করার জন্য পার্শ্ববর্তী বারইপাড়া বাজারে যান। বাজার থেকে ফিরে পুত্রবধূ তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার কাছে যান। পরক্ষণেই ঘরের মেঝেতে পড়ে থাকা তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ অজ্ঞান অবস্থায় পড়ে থাকা তানজিলাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করে।
কালিয়া থানার ওসি শেখ শমশের আলী বলেছেন, নিহত আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পুত্র বধূ তানজিলার জ্ঞান ফিরলে হয়তো হত্যাকাণ্ডের কারণ ও খুনিদের পরিচয় জানা যেতে পারে। ঘটনার কারণ ও খুনিদের শনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব