'টেকসই উন্নয়ন, জাতীয় স্যানিটেশন' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার বেলা সাড়ে ১১টায় নেত্রকোনা পৌরসভার আয়োজনে তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
এ সময় র্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র নজরুল ইসলাম খান। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দসহ সকল কর্মকর্তা কর্মচারীগণ অংশ নেন।
পরে পৌর ভবনের সামনেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌর মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র আমীর বাসার, কাউন্সিলর রফিকুল ইসলাম, (ইউজি) প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/ফারজানা