খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। মঙ্গলবার সকালে শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। তবে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল পণ্ড হলেও সেখানেই সংক্ষিপ্ত আলোচনা সভায় করেন তারা।
এ সময় বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে মিথ্যা ও ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে তার মুক্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৮/মাহবুব