বগুড়ার শিবগঞ্জের গাং নগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক কসাইকে কুপিয়ে হত্যা করেছে আরেক কসাই। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাং নগর কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সালজার রহমান (৬০) শিবগঞ্জ উপজেলার গাংনগর পোড়ানগরী এলাকার মৃত বাজি মোল্লার ছেলে। খুনের অভিযোগে আটক মো. আদিল (৩৫) গাংনগর মাঝপাড়া গ্রামের মৃত মোকাব্বের আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গাংনগর কারিগর পাড়া (মাঝপাড়ার) মাংস বিক্রেতা আদিল (৩৫) এর বাড়িতে পোড়ানগরীর মৃত বাজি মোল্লার ছেলে সালজার রহমান (৬৫) পাওনা টাকা চাইতে আসে। কিন্তু আদিল পাওনা টাকা দিতে অস্বীকৃতি জানালে বাকবিতন্ডার একপর্যায়ে কসাই আদিল মাংস কাটার দা নিয়ে সালজারের গলায় ও মাথায় উপর্যুপুরি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই সালজারের মৃত্যু হয়। পরে এলাকাবাসী আদিলকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ব্যপারে নিহত সালজারের ছেলে সুজা মোল্লা বলেন, আমার বাবা পাওনা টাকা চাইতে গিয়েছিলো আদিলের বাড়ি। টাকা না দিয়ে তাকে জবাই করেছে আদিল কসাই। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে খুনের প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার