মেহেরপুরের গাংনীতে 'সৃজনে উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক লোকজ মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি গাংনী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গাংনীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নবীরুদ্দীন, মেহেরপুর জেলা জেপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
আলোচনা সভা শেষে মেহেরপুর তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে চলচিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা