হাকিমপুরের হাড়িপুকুর এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনের ধাক্কায় জুয়েল বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক জুয়েল বাবু (২৭) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ক্রিখুর গ্রামের তাহাজুল ইসলামের ছেলে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে হাকিমপুর উপজেলার হাড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে থানার এসআই শাহ আলম এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, নিহত জুয়েল বাবু মানসিক রোগী ছিল। এর আগেও একাধিক বার বিভিন্নভাবে সে আত্বহত্যা করার চেষ্টা করেছিল। আজ মঙ্গলবার দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান ট্রেনটি হাড়িপুকুর এলাকা অতিক্রম করার সময় জুয়েল বাবু দ্রুত দৌড়ে এসে ট্রেনের সাথে মাথা লাগালে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। হাড়ীপুকুর এলাকায় তার নানার বাড়িতে থাকতো জুয়েল বাবু।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি এসএম আরিফুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার